নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন পর শেয়ারবাজারে গতি ফিরতে শুরু করেছে। এই সুবাধে ছোট-বড় বিনিয়োগকারীরাও শেয়ারবাজারে ফিরতে শুরু করেছেন। যার ফলে প্রতিদিনই অল্প অল্প করে শেয়ারবাজারের সূচক বাড়ছে। বাড়ছে কোম্পানিগুলোর শেয়ার দর এবং বাজারের লেনদেন।
তারই ধারাবাহিকতায় সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার উত্থান প্রবণতায় বাজারের লেনদেন শেষ হয়েছে। আজ তিন খাতের শেয়ারে বিনিয়োগকারীদের বেশি ঝোঁক দেখা গেছে। খাত তিনটি হলো-বিমা, বিদ্যুৎ ও জ্বালানি এবং খাদ্য ও আনুষঙ্গিক। বিনিয়োগকারীদের ঝোঁক বেশি থাকায় খাত তিনটির শেয়ার দর আজ যেমন বেড়েছে, লেনদেনও তেমনি বেড়েছে।
স্টকনাও এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, আজ ডিএসইর ২০ খাতের মধ্যে সবচেয়ে বেশি শেয়ার দর বেড়েছে বিমা খাতের। এখাতের ৫৩টি কোম্পানির মধ্যে আজ দর বেড়েছে ৫১টি বা ৯৬.২৪ শতাংশ কোম্পানির, কমেছে ১টি বা ১.৮৮ শতাংশ কোম্পানির, আর অপরিবর্তিত রয়েছে ১টি বা ১.৮৮ শতাংশ কোম্পানির শেয়ার দর। আজ ডিএসইর সর্বশেষ দরের ভিত্তিতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা ১০টি কোম্পানির মধ্যে ৫টিই ছিল বিমা খাতের। কোম্পানিগুলো হলো-প্রাইম ইন্সুরেন্স, রূপালী ইন্সুরেন্স, সোনারবাংলা ইন্সুরেন্স, তাকাফুল ইন্সুরেন্স ও এশিয়া ইন্সুরেন্স।
ডিএসইতে আজ দর বৃদ্ধির পরের অবস্থানে ছিল বিদ্যুৎ ও জ্বালানি খাত। এখাতের ২৩টি কোম্পানির মধ্যে আজ দর বেড়েছে ১৮টি বা ৭৮.২৬ শতাংশ কোম্পানির, কমেছে ৩টি ১৩.০৪ শতাংশ কোম্পানির, আর অপরিবর্তিত রয়েছে ২টি বা ৮.৬৯ শতাংশ কোম্পানির শেয়ার দর। আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুই কোম্পানি স্থান করে নিয়েছে। কোম্পানিগুলো হলো-জিবিবি পাওয়ার ও লুব রেফ বাংলাদেশ লিমিটেড।
আজ খাতভিত্তিক দর বৃদ্ধির তৃতীয় স্থানে রয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাত। এখাতের ২১টি কোম্পানির মধ্যে আজ দর বেড়েছে ১৫টি বা ৭১.৪৩ শতাংশ কোম্পানির, দর কমেছে ৬টি বা ২৮.৬৭ শতাংশ কোম্পানির। ডিএসইতে আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় এখাতের ফু-ওয়াং ফুডকে উঠে আসতে দেখা গেছে।