নিজস্ব প্রতিবেদক : খারাপ ফর্মে থাকা বাংলাদেশ টেস্ট ক্রিকেটের সদ্য বিদায়ী অধিনায়ক মমিনুল ইসলাম। চাপের ভারে অধিনায়ক থেকে সরে দাঁড়ালেও এখনও মমিনুলের ব্যাট থেকে রানের দেখা পায়নি টাইগার ভক্তরা।
গত শনিবার (১৮ জুন) ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম ম্যাচে পরাজয়ের পর মমিনুলের দলে থাকা নিয়ে প্রশ্ন করেন উপস্থিত গণমাধ্যমকর্মীরা। এমন বাজে পারফর্মেন্সের পর মমিনুলকে কিছুদিনের বিরতিতে পাঠানো হবে কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, 'এটা আমার পক্ষে বলা মুশকিল। যেটি হচ্ছে- ওর সঙ্গে সব সময় কথা হয়। আবারও কথা হবে। ও যদি মনে করে ওর ব্রেক দরকার আছে, সেটা হতে পারে। এখন আসলে একটা ম্যাচ শেষ হওয়ার পর পরই কোনো সিদ্ধান্ত নেয়াটা বা চিন্তা করাটা ভালো কিছু না। পরের দুদিন আমাদের বিরতি আছে। এরপর যখন সেন্ট লুসিয়াতে অনুশীলন করবো, ঐ দিনই চিন্তা করবো, আমাদের দলের জন্য কোনটা ভালো হতে পারে। মুমিনুল বিরতি চাইলে সেটি হতে পারে।'