নিজস্ব প্রতিবেদক: ব্লাউজলেস শাড়ি পরে দাঁড়িয়ে আছেন শোলাঙ্কি রায়। খোলা পিঠে ভেজা চুল পড়ে গেছে। চোখে এক অজানা শূন্যতা।
রোববার (১৯ জুন) কলকাতার অভিনেত্রী শোলাঙ্কি রায় তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। এতে তার এমন চেহারা ধরা পড়েছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আজ শ্রাবণ বাজি রেখেছিল, বৈশাখী সব ঋণ শোধ করবে।’ লাল-সাদা শাড়ি পরা ছবি দিয়েছেন শোলাঙ্কি। কিন্তু ব্লাউজ পরেনি। খোলা পিঠের খোলা চুল থেকে পানি পড়ছে। ছবিটির নিচে অনেকেই তাদের মুগ্ধতা প্রকাশ করেছেন। যদিও অনেক অনুসারী বিরূপ মন্তব্যও করেছেন। একজন লিখেছেন, "আমি ভেবেছিলাম তুমি অন্যরকম, কিন্তু এটাই।" আরেকজন লিখেছেন, 'আপনি দিন দিন আরও খোলামেলা হয়ে যাচ্ছেন, ভালো লাগছে না'। অন্য একজন অনুসারী তার হতাশা প্রকাশ করে লিখেছেন, "আপনার মতো একজন উচ্চমানের অভিনেত্রীর এই সমস্ত ছবি পোস্ট করা ঠিক নয়।"