নিজস্ব প্রতিবেদক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার শক্তিশালী সারমাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়ন করার ঘোষণা দিয়েছেন।
আজ মঙ্গলবার (২১ জুন) টিভিতে দেয়া একটি ভাষণে তিনি বলেছেন, সামরিক হুমকি ও ঝুঁকি বিবেচনা করে আমরা আমাদের সেনবাহিনীর উন্নতি ও শক্তি বৃদ্ধি বাড়াতে থাকব। এরপর পুতিন ভয়ানক সারমাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়নের ঘোষণা দেন।
পুতিন বলেন, এ বছরের শেষে কার্যক্রম শুরুর জন্য সারমাত মোতায়েন করা হবে। সারমাত ক্ষেপণাস্ত্র একসঙ্গে ১০টি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। এর আগে, গত ২০ এপ্রিল সারমাত পারমাণবিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরিক্ষা চালায় রুশ সেনারা। ওই সময় পুতিন বলেছিলেন, এই নতুন অস্ত্রটির আছে উচ্চগতি ও উচ্চক্ষমতা। এটি সকল আধুনিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম। এটির মতো অন্য কোনো মিসাইল পৃথিবীতে নেই এবং খুব সহসা আসবেও না।
তিনি আরও বলেন, অদ্বিতীয় অস্ত্রটি আমাদের সামরিক বাহিনীর শক্তি আরও বাড়াবে এবং বাইরের শত্রুদের হুমকি থেকে রাশিয়াকে বাঁচাবে। এছাড়া যারা রাশিয়ার ক্ষতি করার চেষ্টা করবে তাদের চিন্তার খোরাক হবে।