নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ দলের অন্যতম পেসার তাসকিন আহমেদকে ছাড়াই অ্যান্টিগা টেস্টে মাঠে নামে দল। ম্যাচটি ৭ উইকেটে হারলেও বল হাতে দাপট দেখিয়েছেন টাইগার পেসাররা।
সাকিব আল হাসান সম্প্রতি পেসারদের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে তাসকিনকে উদাহরণ হিসেবে দাঁড় করান টাইগার অধিনায়ক ।
তিনি তাসকিনের প্রশংসা করে বলেছিলেন, ‘তাসকিন আসলে শেষ দুই-তিন বছরে দেখিয়ে দিয়েছে যে, কীভাবে আসলে একজন পেস বোলার বড় হতে পারে কিংবা সামনের দিকে এগোতে পারে এবং কীভাবে উন্নতি করতে পারে। আমার মনে হয়, তাকে অনেকেই অনুসরণ করে। আমাদের পেস বোলারদের ভালো করার পেছনে এটা একটা বড় কারণ।
বিশ্বসেরা টাইগার অলরাউন্ডারের কাছ থেকে নিজের প্রশংসা শুনে অনুপ্রাণিত হয়েছেন তাসকিন। বুধবার (২২ জুন) মিরপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাসকিন বলেন, আসলে সংশয় নেই তিনি একজন লিজেন্ড। তিনি যখন বলেছে, ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে আমার। আরও অনুপ্রাণিত করেছে আমাকে যে, আমি আরও ভালো করতে পারব। খুব ভালো লেগেছে আসলে।