নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তিনদিন পতনের পর গতকাল বুধবার শেয়ারবাজারে উত্থানের উঁকিঝুঁকি দিতে শুরু করেছে। এমন খবর জানিয়েছিল শেয়ারনিউজ নিউজ পোর্টাল। সেই খবরের ধারাবাহিকতায় আজ সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার শেয়ারবাজারে বড় উত্থান দিয়ে লেনদেন চলছে।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন বেলা সাড়ে ১১টায় ১৮১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই সময়ে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৪৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩০৫ পয়েন্টে।
দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ৩ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।