নিজস্ব প্রতিবেদক : ক্রীড়া জগতের পোস্টার বয় ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান পদ্মা সেতু নিয়ে পোস্ট করেছেন। যা এখন দেশের মাটিতে ভাইরাল হয়েছে।
পদ্মা সেতু উদ্বোধনের আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী ২৫ জুন প্রতীক্ষিত এই সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু যোগাযোগের মাধ্যম নয়, পদ্মা সেতু বাংলাদেশের সক্ষমতারও প্রতীক।
তাই সেতুটি নিয়ে দেশে মানুষের মধ্যে চলছে বাড়তি উদ্দীপনা। এবার সেই তালিকায় নাম লেখালেন দেশের ক্রীড়া জগতের পোস্টার বয় ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
আজ বৃহস্পতিবার (২৩ জুন) বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্ট থেকে একটি ছবি পোস্ট করেছেন বাংলাদেশ টেস্ট দলের এই অধিনায়ক। যার ক্যাপশনে তিনি লেখেন, 'এবার বাড়ি ফেরার আনন্দটা অন্য সময়ের চেয়ে একদম আলাদা। তাই না? এবার স্বপ্নের সেতু ধরে স্বপ্ন যাবে বাড়ি! #Grameenphone'