শাহ মো. সাইফুল ইসলাম: গত কয়েক মাস যাবত শেয়ারবাজারে মন্দাভাব বিরাজ করছে। এই মন্দাভাবে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি রিটার্ণ দিয়েছে জেড ক্যাটাগরির কোম্পানিগুলো। এতে করে জেড ক্যাটাগরির কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগকারীরা ঝুঁকছে বেশি। পাচ্ছে ভালো রিটার্ণও। এতে করে খারাপ সময়ে কিছুটা ভালো থাকার স্বস্থিও লক্ষ্য করা গেছে বিনিয়োগকারীদের মধ্যে। এতে করে জেড ক্যাটাগরির শেয়ারে ভরসা করায় বিনিয়োগকারীদের মূখে হাঁসি ফুটেছে বলে প্রতীয়মান হচ্ছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, গেলো এক মাসে বিনিয়োগকারীদের সর্বোচ্চ রিটার্ণ দিয়েছে এমন প্রথম দশটি কোম্পানির মধ্যে জেড ক্যাটাগরির কোম্পানি রয়েছে চারটি। বি ক্যাটাগরির কোম্পানি রয়েছে তিনটি। আর এ ক্যাটাগরির ২টি এবং এন ক্যাটাগরির একটি করে কোম্পানি রয়েছে।
এছাড়াও, গত এক মাসে বিনিয়োগকারীদের সর্বোচ্চ রিটার্ণ দিয়েছে এমন জেড ক্যাটাগরির ১০টি কোম্পানি উপর বিশ্লেষণ করে দেখা যায়, কোম্পানিগুলো গত এক মাসে বিনিয়োগকারীদের সর্বোচ্চ ৮৭.৩০ শতাংশ থেকে সর্বনিন্ম ১৪.০৩ শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে। এই ১০টি কোম্পানির মধ্যে রয়েছে ইমাম বাটন, মেঘনা কন্ডেন্স মিল্ক, দুলামিয়া কটন, মেঘনা পেট, উসমানিয়া গ্লাস, এমারেল্ড অয়েল, ফ্যামিলি টেক্সটাইল, আইসিবি ইসলামি ব্যাংক, বিডি ওয়েল্ডিং এবং বীচ হ্যাচারিজ লিমিটেড।
গেলো এক মাসে জেড ক্যাটাগরির কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি রিটার্ণ দিয়েছে ইমাম বাটন। কোম্পানিটির গেলো একমাসে শেয়ারদর বেড়েছে ৫৩ টাকা ৬০ পয়সা বা ৮৭.৩০ শতাংশ। এক মাস আগে কোম্পানিটি শেয়ার দর ছিলো ৬১ টাকা ৪০ পয়সা। সর্বশেষ কোম্পানিটির ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ১১৫ টাকায়।
মেঘনা কনডেন্স মিল্কের গেলো এক মাসে শেয়ারদর বেড়েছে ৯ টাকা ৩০ পয়সা বা ৫০.২৮ শতাংশ। এক মাস আগে কোম্পানিটি শেয়ারদর ছিলো ১৭ টাকা ৩০ পয়সা। সর্বশেষ কোম্পানিটির ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ২৬ টাকা ৬০ পয়সায়।
দুলামিয়া কটনের গেলো এক মাসে শেয়ারদর বেড়েছে ২৫ টাকা ৫০ পয়সা বা ৪৯.১১ শতাংশ। এক মাস আগে কোম্পানিটি শেয়ারদর ছিলো ৫০ টাকা ১০ পয়সা। সর্বশেষ কোম্পানিটির ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ৭৫ টাকা ৬০ পয়সায়।
মেঘনা পেটের গেলো একমাসে শেয়ার দর বেড়েছে ১০ টাকা ২০ পয়সা বা ৪১.৩০ শতাংশ। একমাস আগে কোম্পানিটি শেয়ারদর ছিলো ২২ টাকা ৮০ পয়সা। সর্বশেষ কোম্পানিটি ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ৩৩ টাকায়।
উসমানিয়া গ্লাসের গেলো এক মাসে শেয়ারদর বেড়েছে ১৬ টাকা ২০ পয়সা বা ২৮ শতাংশ। একমাস আগে কোম্পানিটি শেয়ারদর ছিলো ৫৭ টাকা ৪০ পয়সা। সর্বশেষ কোম্পানিটির ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ৭৩ টাকা ৬০ পয়সায়।
এমারেল্ড অয়েলের গেলো একমাসে শেয়ার দর বেড়েছে ৮ টাকা ৯০ পয়সা বা ২৬.০২ শতাংশ। একমাস আগে কোম্পানিটি শেয়ারদর ছিলো ৩৪ টাকা ২০ পয়সা। সর্বশেষ কোম্পানিটি ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ৪৩ টাকা ১০ পয়সায়।
ফ্যামিলি টেক্সটাইলের গেলো এক মাসে শেয়ারদর বেড়েছে ১ টাকা বা ২৫.৬৪ শতাংশ। একমাস আগে কোম্পানিটি শেয়ারদর ছিলো ৩ টাকা ৯০ পয়সা। সর্বশেষ কোম্পানিটির ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ৪ টাকা ৯০ পয়সায়।
আইসিবি ইসলামি ব্যাংকের গেলো এক মাসে শেয়ারদর বেড়েছে ১ টাকা বা ২৫.৬৪ শতাংশ। একমাস আগে কোম্পানিটি শেয়ারদর ছিলো ৩ টাকা ৯০ পয়সা। সর্বশেষ কোম্পানিটি ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ৪ টাকা ৯০ পয়সায়।
বিডি ওয়েল্ডিংয়ের গেলো এক মাসে শেয়ারদর বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা বা ১৯.২৩ শতাংশ। একমাস আগে কোম্পানিটি শেয়ারদর ছিলো ১৭ টাকা ৯০ পয়সা। সর্বশেষ কোম্পানিটির ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ২১ টাকা ৭০ পয়সায়।
বীচ হ্যাচারীজের গেলো একমাসে শেয়ারদর বেড়েছে ৭ টাকা ১০ পয়সা বা ১৪.০৩ শতাংশ। একমাস আগে কোম্পানিটি শেয়ারদর ছিলো ৩৭ টাকা ৬০ পয়সা। সর্বশেষ কোম্পানিটির ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ৪৪ টাকা ৬০ পয়সায়।