নিজস্ব প্রতিবেদক: ব্লকচেইন ব্রিজ হরাইজন থেকে ১০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে হ্যাকাররা। তবে এখনও এই হ্যাক সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। হরাইজন তৈরি করা ডেভেলপার কোম্পানি হারমনি এই তথ্য নিশ্চিত করেছেন।
গত বুধবার সকালে এই হ্যাকের বিষয়ে জানতে পারে তারা। এরইমধ্যে হ্যাকের সঙ্গে যুক্ত সন্দেহে একটি একাউন্টকে শনাক্ত করতে পেড়েছে তারা।
বুধবার এক টুইটে হারমনি জানিয়েছে, তারা হ্যাকারদের ধরতে বিশেষজ্ঞদের সঙ্গে মিলে কাজ করছে। পরে আলাদা আরেক টুইটে তারা জানায়, তদন্তে যুক্ত হয়েছে এফবিআই। মূলত একটি ব্লকচেইন থেকে আরেকটি ব্লকচেইনে অর্থ প্রবাহিত করতে কাজ করে ব্লকচেইন ব্রিজ। হরাইজনের ইথারিয়াম ক্রিপ্টোকারেন্সির ব্রিজে চুরি হলেও বিটকয়েনের ব্রিজ সুরক্ষিত আছে বলে জানানো হয়েছে।
গত বছর জাপানে ১০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি হ্যাক করেছিল হ্যাকাররা। সেটি ছিল ডিজিটাল মুদ্রার ইতিহাসের দ্বিতীয় বড় হ্যাকিংয়ের ঘটনা।