নিজস্ব প্রতিবেদক: টেলিভিনের সিরিয়াল এবং মডেলিংয়ে জনপ্রিয় দেবলীনা দে। অভিনয় করেছেন একাধিক ধারাবাহিক নাটকে। অভিনয় দক্ষতা দিয়ে জয় করে নিয়েছেন দশর্ক হৃদয়। তবে সম্প্রতি ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। যা শুনলে শিউরে উঠবে দেবলীনা ভক্তরা।
শুক্রবার (২৫ জুন) রাতে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেশ কিছু ঘুমের ওষুধ খান। তবে পূর্ব যাদবপুর থানার তৎপরতায় অল্পের জন্য পালিয়ে যায় মেয়েটি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে দেবলীনা লিখেছেন, 'বেঁচে থাকার জন্য অনেক সংগ্রাম করেছি। আমার পরিবার সবকিছুর জন্য দায়ী... এখন আমি শান্তি চাই। বিদায়।' সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্টটি তার বন্ধুদের নজরে আসে। পুলিশও জানতে পেরেছে। ঘটনাস্থলে পৌঁছে দেখে, সে ঘরে অচেতন অবস্থায় পড়ে আছে।
তাকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়েছেন।
জানা গিয়েছে, দেবলীনা দে আসলে কালনার বাসিন্দা। তবে তিনি যাদবপুরে থাকতেন। শুক্রবার কালনার বাড়িতে গিয়েছিলেন উদীয়মান মডেল। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। ফিরে আসেন যাদবপুরের বাড়িতে। রাতে ফিরে, উদীয়মান মডেল চূড়ান্ত থ্রোব্যাকে পূর্ণ একটি ফেসবুক পোস্ট করেছেন।