নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ৬ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
সিএসই সূত্রে জানা যায়, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
একই সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও প্রকাশ করা হবে।
আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। এরমধ্যে ১৩ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ বোনাস শেয়ার ছিল।