নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার ঘটনায় তার স্ত্রী সাথিয়া বেগমকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে টঙ্গীর পশ্চিম আরিচপুর ভরান এলাকার আব্দুল হামিদের ভাড়াবাড়িতে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় আহত স্বামী মনির হোসেনকে (৩৭) টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
সাথিয়া বেগম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার পাকড়ী গ্রামের ইনসান আলীর মেয়ে। আর মনির হোসেন লক্ষ্মীপুর জেলার বুদাগাজী গ্রামের শাহ আলমের ছেলে।
পুলিশ জানায়, মনির পেশায় একজন ভ্যানচালক। স্বামীর পরকীয়ার ঘটনায় প্রায়ই কলহে জড়াত এই দম্পতি। রোববার দিবাগত রাতে ফের কলহে জড়ায় তারা। এরই একপর্যায়ে স্ত্রী সাথিয়া কেঁচি দিয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে দেন।
এই সময় মনিরের চিৎকারে পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে স্থানীয়রা অভিযুক্ত স্ত্রী সাথিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এই ব্যাপারে টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনিসুর রহমান বলেন, গোপনাঙ্গে অপারেশন করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।
টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মো. রবিউল আজম বলেন, এই ঘটনায় সোমবার দুপুরে স্ত্রীর বিরুদ্ধে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।