নিজস্ব প্রতিবেদক : বাইডেন প্রশাসন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর মাধ্যমে ইউরোপে সামরিক উপস্থিতি বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। বুধবার (২৯ জুন) এই ঘোষণা দেয়ার সময় বাইডেন বলেন, এই বাড়তি সেনা মোতায়েনের প্রয়োজনীতা আগে ছিল না।
ট্রান্স আটলান্টিক জোটের (ন্যাটো) শীর্ষ সম্মেলনে বাইডেন বলেন, ন্যাটোকে ‘স্থল, আকাশ এবং সমুদ্র–প্রত্যেকটি ক্ষেত্রেই সব দিক দিয়ে শক্তিশালী করা হবে।
ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গের সঙ্গে আলোচনাকালে বাইডেন স্পেনের রোটাতে মার্কিন নৌ-বিধ্বংসী বিমান বহর বাড়িয়ে ছয় হাজার করার কথা বলেছেন। এছাড়া পঞ্চম আর্মি বহরের পোল্যান্ডে একটি স্থায়ী সদর দফতর নির্মাণ, রোমানিয়ার অতিরিক্তি ব্রিগেড মোতায়েন- যেই ব্রিগেডে থাকবে তিন হাজার যোদ্ধা ও দুই হাজার কমব্যাট, বাল্টিক দেশগুলোতে অতিরিক্ত বাহিনী মোতায়েনের ঘোষণা দেন।
এই ঘোষণার পর বাইডেন বলেন, মিত্রদের সঙ্গে আমরা নিশ্চিত চাই যে, প্রতিটি এলাকাজুড়ে সব দিক থেকে হুমকি মোকাবেলায় ন্যাটো প্রস্তুত। এছাড়া ব্রিটেনে এফ-৩৫ স্টিলথ বিমানের দুইটি অতিরিক্ত স্কোয়াড্রন মোতায়েন ও জার্মানি এবং ইতালিতে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা এবং অন্যান্য ক্ষমতা বৃদ্ধি করা হবে।