নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি লেনদেনের শীর্ষস্থানে ঘুরেফিরে দখল করে রেখেছে বেক্সিমকোর দুই কোম্পানি- বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকস। কিন্তু আজ অর্থবছরের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বেক্সিমকো দুই কোম্পানি লেনদেনের শীর্ষস্থান থেকে ছিটকে পড়েছে। যদিও কোম্পানি দুটি লেনদেনের দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।
দুই দিন আগে চালকের আসন উদ্ধার করা বেক্সিমকোর দুই প্রতিষ্ঠান আজ সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চাঙ্গা বাজারে বেশিরভাগ প্রতিষ্ঠানের দরবৃদ্ধি পেলেও লেনদেনের শীর্ষস্থান ধরে রাখতে ব্যর্থ হয়ে ফ্যাকাসে রূপে আবির্ভূত হয়েছে।
এই দুই কোম্পানিকে টেক্কা দিয়ে আজ লেনদেনের শীর্ষ স্থান দখল করে নিয়েছে দুর্বল মৌলের আনোয়ার গ্যালভেনাইজিং। বেক্সিমকোর মেগা দুই কোম্পানি স্বল্প মূলধনী কোম্পানিটির কাছে আজ হার মেনে গেল।
আজ লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির আজ ২৮ লাখ ৮ হাজার ৮০৪টি শেয়ার লেনদেন হয়েছে যার বাজার মূল্য ৩৬ কোটি ৪৯ লাখ ১১ হাজার টাকা। আগের দিন বুধবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩১ টাকা ২০ পয়সায়। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২৯ টাকা ৮০ পয়সায়। এই হিসাবে কোম্পানিটির শেয়ারদর কমেছে আজ ১ টাকা ৪০ পয়সা বা ১.০৭ শতাংশ।
অন্যদিকে, লেনদেনের তৃতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকের শেয়ার লেনদেন হয়েছে ৫৮ লাখ ১১ হাজার ৫৪১টি। যার বাজার মূল্য ৩০ কোটি ১৭ লাখ ৮৩ হাজার টাকা। আগের দিন বুধবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৫২ টাকা ৮০ পয়সা। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫১ টাকা ৮০ পয়সায়। এই হিসাবে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১ টাকা বা ১.৭১ শতাংশ।