মোঃ মানিকুজ্জামান: শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবায়েত-উল-ইসলাম স্যারের কাছে প্রশ্ন:-
বিগত এক বছর যাবত প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড অবমূল্যায়িত হয়ে পড়ে আছে। এখন ফেস ভ্যালু ১০ টাকার নিচে বেশির ভাগ মিউচুয়াল ফান্ড।
শিবলী রুবায়েত স্যার, আপনি বলেছিলেন আপনারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন, কেউ লস করবেন না।
কিন্তু আপনি বলার পরে বিগত এক বছর যাবতই প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের দাম কমেছে।
পরবর্তীতে আপনি ব্যাংকে টাকা রাখার চেয়ে অথবা ব্যাংকের ইন্টারেস্ট খাওয়ার চেয়ে মিউচুয়াল ফান্ডের বোনাস খেতে বলেছিলেন। যদি কেউ মিউচুয়াল ফান্ডের বোনাস খায় তাহলে ব্যাংকে টাকা রাখার চাইতে বেশি লাভবান হওয়া যাবে।
আপনার কথার পরে আমরা দেখতে পাচ্ছি যারা মিউচুয়াল ফান্ডের বোনাস খাচ্ছে তারা এডজাস্টমেন্টে যেয়ে আরো বেশি লোকসানে অথবা লসে পড়ে যাচ্ছে।
উদাহরণস্বরূপ একটা মিউচুয়াল কেউ ৮ টাকা করে কিনে যদি ১০ শতাংশ বোনাস খায়, তাহলে এডজাস্টমেন্টের পর সেটা ৬ টাকা হয়ে যায়। অর্থাৎ উল্টো আরো বেশি লস হয়।
বিগত গত এক বছরে আমরা যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছি, আমরা কোন লাভের মুখ দেখতে পাইনি। যেখানে ইনডেক্স বেড়েছে ৩৫০০ থেকে ৭৪০০, এখনো ইনডেক্স চলছে ৬৪০০, তাতে করে আমাদের লাভটা কি?
যেখানে মিউচুয়াল ফান্ড হচ্ছে মার্কেটের প্রাণ সেখানে আমরা হচ্ছি নিঃস্ব। এই ব্যাপারে শিবলী রুবাইয়াত স্যার, আপনার কি কিছুই করণীয় নেই।
শিবলী রুবায়েত স্যার, শেয়ারবাজার নিয়ে আপনি সবচেয়ে অভিজ্ঞ মানুষ। আপনার মতো শেয়ারবাজারে অভিজ্ঞতাসম্পন্ন মানুষ খুব একটা নেই। আপনি প্রাচ্যের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা বিভাগের শিক্ষক ছিলেন। যেখানে শেয়ারবাজার বিষয়ই ছিল মূখ্য। আপনি স্যার জানেন, কী করলে মিউচ্যুয়াল ফান্ড ফের চাঙ্গা হবে। কী নীতিমালা অনুসরণ করলে মিউচ্যুয়াল ফান্ড উঠে দাঁড়াবে। কোন নীতিমালায় মিউচ্যুয়াল ফান্ড শেয়ারবাজারের নিয়ামক হয়ে অবদান রাখবে।
শিবলী রুবায়েত স্যার, আপনার কাছে আমাদের আকুল আবেদন মিউচ্যুয়াল ফান্ডের জন্য কিছু একটা করুন। যাতে অন্যান্য খাতের মতো মিউচ্যুয়াল ফান্ডও মেরুদন্ড শক্ত করে দাঁড়াতে পারে। দেশের শেয়ারবাজারকে ইতিবাচক রাখার ভূমিকায় মিউচ্যুয়াল ফান্ড আবির্ভূত হতে পারে। আপনি চাইলে সেটা সহজেই সম্ভব।
আপনার নেতৃত্বে দেশের শেয়ারবাজার যেভাবে খাদের কিনারা থেকে উঠে এসেছিল, ভবিষ্যতেও সেভাবে এগিয়ে যাবে-এটা আমাদের দৃঢ় বিশ্বাস।
পরিশেষে, আপনার সুস্বাস্থ্য, কল্যাণ ও সার্বিক মঙ্গল কামনা করি।
বিনীত-
মোঃ মানিকুজ্জামান একজন সাধারণ বিনিয়োগকারী মোবাইল: ০১৭৫৪০৭০৯৬৫