নিজস্ব প্রতিবেদক : ভারতীয় বিমানসংস্থা স্পাইসজেটের একটি যাত্রীবাহী বিমান আগুন আতঙ্কে আকাশের ৫ হাজার ফুট উঁচুতে উড়তে থাকা অবস্থায় তড়িঘড়ি করে ফের বিমানবন্দরে ফিরে এসেছে।
আজ শনিবার (২ জুলাই) দেশটির সংবাদমাধ্যম এএনআই এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার (১ জুলাই) রাজধানী দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুর শহরের উদ্দেশে রওনা হয়েছিল স্পাইসজেটের উড়োজাহাজটি।
বিমানটি যখন ৫ হাজার ফুট উচ্চতায়, তখন এক ক্রু কেবিনের ভেতরে ধোঁয়া লক্ষ্য করেন। তাৎক্ষণিকভাবে পাইলট ও ফার্স্ট অফিসারকে বিষয়টি অবহিত করার পর তারা বিমানটিকে ঘুরিয়ে ফের দিল্লি বিমানবন্দরে নিয়ে আসেন।
নিজেদের টুইটার অ্যাকাউন্টে বিমানের সেই সময়ের দৃশ্য টুইট করেছে এএনআই। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানের পুরো কেবিন ভরে উঠেছে ধোঁয়ায়। কী কারণে এই ধোঁয়ার সৃষ্টি তা উল্লেখ করা হয়নি প্রতিবেদনে, তবে বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যাত্রীরাও সবাই নিরাপদেই অবতরণ করেছেন।