নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৭ কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩০ কোটি ৩১ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ ব্লক মার্কেটে দুই কোম্পানির বড় লেনদেন হয়েছে। এই দুই কোম্পানির লেনদেন হয়েছে ১৫ কোটি ৭০ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার।
আজ ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৩৯ লাখ ২১ হাজার টাকার।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আলহাজ্ব টেক্সটাইলের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি ৩১ লাখ ১৮ হাজার টাকার।
এছাড়া, সিটি ব্যাংকের ২ কোটি ২৭ লাখ টাকার, ডেলটা লাইফের ২ কোটি ১৫ লাখ ৮১ হাজার টাকার, প্রাইম ইন্সুরেন্সের ২ কোটি ১৫ লাখ ২৪ হাজার টাকার, আইপিডিসি ফাইনান্সের ১ কোটি ২০ লাখ টাকার, কাটালি টেক্সটাইলের ১ কোটি ১৮ লাখ ৩১ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১ কোটি ৯ লাখ ২৩ হাজার টাকার, ইউনিয়ন ব্যাংকের ৭৯ লাখ ১৯ হাজার টাকার, রবি আজিয়াটার ৫৮ লাখ ৩৫ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৪৪ লাখ ৮০ হাজার টাকার, বীচ হেচারির ৪৪ লাখ ৬২ হাজার টাকার, ফরচুন সুজের ৪৪ লাখ ৪০ হাজার টাকার, শাইনপুকুর সিরামিকের ২৭ লাখ টাকার, কপার টেকের ২৪ লাখ ৬ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ২১ লাখ ১৬ হাজার টাকার, জাহিন স্পিনিংয়ের ১৯ লাখ ২ হাজার টাকার, সালভো কেমিকেলের ১৫ লাখ ৯২ হাজার টাকার, ইন্ত্রাকো সিএনজির ১২ লাখ ৯২ হাজার টাকার, যমুনা ব্যাংকের ১২ লাখ ৩৫ হাজার টাকার, প্রিমিয়ার সিমেন্টের ১০ লাখ ৪০ হাজার টাকার, নিউ লাইনের ৯ লাখ ৯১ হাজার টাকার, লাফার্জ হলসিমের ৭ লাখ ৮৪ হাজার টাকার, বিডি থাইয়ের ৬ লাখ ৮৮ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৫ লাখ ৮৪ হাজার টাকার, এসিআই লিমিটেডের ৫ লাখ ৭০ হাজার টাকার, রেকিট বেনকিজার ৫ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।