নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগকারীদের কিঞ্চিত আশা দিয়ে ঈদের ছুটিতে গেল দেশের শেয়ারবাজার। আজ ঈদের আগের কার্যদিবস বৃহস্পতিবার (৭ জুন) দিনভর সূচক ওঠানামার পর শেয়ারবাজারে কিছুটা ইতিবাচক প্রবণতা দেখা গেছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ০.৯০ পয়েন্ট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২ পয়েন্ট।
তবে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারদর। এর ফলে বুধবার দরপতনের পর আজ বাজার কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। তবে লেনদেনে ছিল অনেকটা তেজিভাব।
বাজার পর্যায়লোচনা দেখা যায়, আগের কার্যদিবস বুধবারের মতো আজ বৃহস্পতিবারও সূচকের তেজিভাব নিয়ে দিনের লেনদেন শুরু হয়। কিন্তু লেনদেনের আধা ঘণ্টা পর শেয়ার কেনার চেয়ে বিক্রির চাপ বেড়ে যায়। এরফলে দিনের বাকি সময় লেনদেন হয় সূচক ওঠানামার মধ্য দিয়ে।
তবে আজ দিনভর বাজারে স্বাভাবিক উঠানামা দেখা গেছে। আজ বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে। আজ ক্রেতা সংকটে থাকা কোম্পানির সংখ্যা আগেরদিনের তুলনায় কমেছে। লেনদেন বেড়েছে। সব মিলিয়ে ঈদের আগে বিনিয়োগকারীদের আশার ইঙ্গিত দিয়ে ঈদ উপলক্ষে চার দিনের ছুটিতে গেল দেশের শেয়ারবাজার।
বৃহস্পতিবারের বাজার চিত্র:
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ০.৯০ পয়েন্ট বা ০.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৬৬.৯৫ পয়েন্টে।
ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৩০ পয়েন্ট বা ০.০৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৬.০৯ পয়েন্ট বা ০.২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৮৭.৮৯ পয়েন্টে এবং দুই হাজার ২৯৩.৭৬ পয়েন্টে।
টাকার পরিমাণে ডিএসইতে আজ লেনদেন হয়েছে ৭৪৬ কোটি ৯৫ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ৪১ কোটি ৭১ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৭৪৬ কোটি ৯৫ লাখ টাকার।
ডিএসইতে ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬৬টির বা ৪৩.৯১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৪৯টির বা ৩৯.৪২ শতাংশের এবং ৬৩টির বা ১৬.৬৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২.৩৫ পয়েন্ট বা ০.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৫১.৮৩ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৮টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর। আজ সিএসইতে ২৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।