নিজস্ব প্রতিবেদক : ফরচুন সুজ প্রতিদিনই লেনদেনের শীর্ষ তালিকা দখর করে চলেছে। প্রতিদিনই রেকর্ড পরিমাণ শেয়ার লেনদেন হচ্ছে। কিন্তু শেয়ার দরে প্রতিদিনই কমছে।লেনদেনে জৌলুস থাকলেও শেয়ার দর ফ্যাকাশে থাকায় বিনিয়োগকারীরা হতাশ। লেনদেনে উধ্বমূখী কোম্পানিটির ক্রেমাগতই কমছে শেয়ার দর। বাজার বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এই কোম্পানিটির গত তিন মাস ধরে ক্রমাগতই কমেছে শেয়ার দর। তিন মাস আগে কোম্পানিটির শেয়ার দর ছিলো ১৪২ টাকা ৮০ পয়সায়। এরপর থেকে কমতে কমতে বর্তমানে কোম্পানিটির শেয়ার দর অবস্থান করছে ৮৮ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ তিন মাসে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৫৪ টাকা ১০ পয়সা বা ৩৮ শতাংশ। সর্বশেষ শেয়ার দর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ২৬.১৯।
বিনিয়োগকারীরা বলছে, ফরচুন সুজের শেয়ার দর যথেষ্ট কমেছে। এখন এই কোম্পানিটির শেয়ারে বিনিয়োগ করার সুযোগ রয়েছে। এখন বিনিয়োগ করে লাভবান হওয়ারও সুযোগ তৈরী হয়েছে। কারণ কোম্পানিটির শেয়ার দর যথেষ্ঠ কমেছে। এখান থেকে কমলেও আর বেশি কমার সম্ভাবনা নেই বললেই চলে।
সর্বশেষ তিন প্রান্তিকে বা নয়মাসে (জুলাই’২১-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৫৪ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ১ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৫৪ টাকা ১০ পয়সায়। যা আগের বছর একই সময়ে ছিলো ১৪ টাকা ২৪ পয়সায়। সর্বশেষ কোম্পানিটির বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিলো।
২০১৬ সালে চামড়া খাতের তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোধিত মূলধন দাঁড়িয়েছে ১৬২ কোটি ৫৩ লাখ টাকা। এর বিপরীতে শেয়ার রয়েছে ১৬ কোটি ২৫ লাখ ৩৫ হাজার ৪৮৯টি। কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৫৭ কোটি ৮২ লাখ টাকা। কোম্পানিটির কোন দীর্ঘ মেয়াদী ঋণ না থাকলেও, স্বল্প মেয়াদী ঋণ রয়েছে ২০ কোটি টাকা।
বর্তমানে কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে ৩০.৯৩ শতাংশ ডিরেক্টরদের কাছে রয়েছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৪.৬২ শতাংশ। সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪৪.৪৫ শতাংশ।