নিজস্ব প্রতিবেদক: বিশ্বের অনেক দেশে মহামারি করোনার মধ্যেই ছড়িয়ে পড়েছে আরেক ভাইরাস মাঙ্কিপক্স। এরফলে দেশগুলোতে এই ভাইরাস নিয়ে চলছে উদ্বেগ।
সংক্রামক এই ভাইরাসটি কিভাবে একে-অন্যের মধ্যে ছড়িয়ে পড়ছে তা নিয়েও গবেষকদের মধ্যে রয়েছে নানা মত।
মাঙ্কিপক্স নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বড় গবেষণা জানিয়েছে, যৌন ক্রিয়াকলাপের মাধ্যমেই মাঙ্কিপক্সের ৯৫ শতাংশ সংক্রমণ ছড়িয়েছে। এতে যৌনাঙ্গে একক ক্ষতের মতো নতুন ক্লিনিকাল লক্ষণগুলোর কথাও উল্লেখ করা হয়েছে।
বার্তাসংস্থা এএফপি শুক্রবার (২২ জুলাই) এক প্রতিবেদনে বলেছে, মাঙ্কিপক্স ভাইরাসের সংক্রমণ নিয়ে বৃহস্পতিবার (২১ জুলাই) নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে একটি গবেষণা প্রকাশিত হয়।
মূলত মাঙ্কিপক্স নিয়ে বিশ্বের সর্ববৃহৎ এই গবেষণাটি এমন এক সময়ে প্রকাশিত হলো যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞরা এই প্রাদুর্ভাবেকে বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা হিসাবে শ্রেণীবদ্ধ করবেন কি না তা নিয়ে বিতর্ক চলছে।
এদিকে এএফপি বলছে, লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের নেতৃত্বে মাঙ্কিপক্সের সংক্রমণ নিয়ে এই গবেষণা করা হয়।
গবেষণায় চলতি বছরের ২৭ এপ্রিল থেকে ২৪ জুন পর্যন্ত বিশ্বের ১৬টি দেশের ৫২৮ জন মাঙ্কিপক্স রোগীর তথ্য বিশ্লেষণ করা হয়েছে।