নিজস্ব প্রতিবেদক: এবার বগুড়ায় ফুটবল খেলতে যাচ্ছে রোবট। আগামী শনিবার (৬ আগষ্ট) জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার) বগুড়া মিলনায়তনে রোবটিক্স অলিম্পিয়াড প্রতিযোগীতায় এই খেলা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি জনসাধারনের জন্য উন্মুক্ত থাকবে।
জানা গেছে, চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে এর সুফল ভোগ করার ক্ষেত্রে মানব সম্পদের বিকল্প হিসেবে ইন্টারনেট অব থিংকস এবং কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যবহারের উপর ৪টি ক্যাটাগরিতে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। ৪টি ক্যাটাগরির মধ্যে রয়েছে, রোবো সুকার, লাইন ফলোইং রোবোটিক্স কম্পিটিশন, প্রজেক্ট শোকেজিং এবং পোষ্টার প্রেজেন্টেশন।
সর্বমোট ১০৬টি টিমে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশসহ ৪৯টি প্রতিষ্ঠানের মোট ৩৩১ জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন। জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার) বগুড়ার পরিচালক শাফিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।