নিজস্ব প্রতিবেদক: ‘বাংলা গানে কী অসুবিধা তোমার? বাংলার মাটিতে বসে হিন্দি? লজ্জা করে না তোমার? ছাগল! এই হলো বাঙালি, বুদ্ধি নেই রে, বলদ!’— মঞ্চে দাঁড়িয়ে কথাগুলো বলেন জীবনমুখী গানের শিল্পী নচিকেতা চক্রবর্তী।
কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে এমন আচরণ কেন করলেন বরেণ্য এই শিল্পী? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এভাবে কথা বলতে দেখা যায় নচিকেতাকে।
ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, একটি কনসার্টে পারফর্ম করতে গিয়েছিলেন নচিকেতা। সেখানে এক শ্রোতা হিন্দি গানের অনুরোধ করেন। আর তাতেই চটে যান এই গায়ক। রেগে গিয়ে প্রশ্ন কর্তাকে পাল্টা আক্রমণ করেন নচিকেতা চক্রবর্তী। এমনকী অনুরোধকারীকে গালি দিতেও ছাড়েন না তিনি।
সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া নচিকেতার এই ভিডিও নিয়ে অন্তর্জালে জোর চর্চা চলছে। অনেকে নচিকেতাকে সমর্থন জানিয়ে মন্তব্য করছেন; আবার অনেকে নচিকেতাকে নিন্দা জানাচ্ছেন।
অরুণ বিশ্বাস নামে একজন লিখেন, ‘এটা একজন শিল্পীর কথা হতে পারে না। সে বাঙালি বলে শুধু বাংলা গানই গাইবেন, এটা আবার কেমন কথা হলো! নানা ধরনের গান গাইতে দক্ষতা লাগে। উনি পারেন না এটা ওনার ব্যর্থতা। ওনার এমন আচরণ সমর্থনযোগ্য নয়। তীব্র ধিক্কার জানাই।’
কটাক্ষ করে স্বাতী বসু লিখেন, ‘গানের কোনো সীমানা হয় না। এই শিল্পী নিজে হয়তো খুব চাইতেন যে, অন্তত একটা হিন্দি গান গাইবেন জীবনে, না পেয়ে আঙুর ফল টক।’
গীতা ঘোষ লিখেছেন, ‘নচিকেতা হতাশায় ভুগছেন। তাই সুযোগ পেলেই ঝাল মেটান।’
হতাশা ব্যক্ত করে রমেশ নামে একজন লিখেন, ‘আমার প্রিয় শিল্পীর মুখ থেকে এই কথা শুনে খুবই আশ্চর্য হলাম। এজন্য উনার গণ্ডি এই বাংলাতেই সীমাবদ্ধ।’