নিজস্ব প্রতিবেদক: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছে, তৃতীয় সাবমেরিন ক্যাবল সংযোগ বাস্তবায়নে আরও ১৫ মিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে। এর আগে পরিশোধ করা হয়েছিল ১৭ মিলিয়ন ডলার।
সোমবার (৮ আগস্ট) তৃতীয় সাবমেরিন ক্যাবল সংযোগ বাস্তবায়ন সংক্রান্ত এক পর্যালোচনায় অংশ নেন মন্ত্রী। সেখানে তিনি এ তথ্য দেন। মন্ত্রী বলেন, দেশের ইন্টারনেট ব্যবস্থা নিরবচ্ছিন্ন করতে তৃতীয় সাবমেরিন ক্যাবল বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে সি-মি-উই-৬ কনসোর্টিয়ামের সঙ্গে কনস্ট্রাকশন অ্যান্ড মেইটেনেন্স অ্যাগ্রিমেন্ট এবং কনসোর্টিয়ামের সরবরাহকারীদের সঙ্গে গত বছরের সেপ্টেম্বরে চুক্তি হয়।
টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়নের অংশ হিসেবে এই সপ্তাহে ১৫ মিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে। এর মধ্যে ৭ মিলিয়ন ডলার সোনালী ব্যাঙ্কে পাঠানোর জন্য জমা দেয়া আছে।
তিনি আরও জানান, ১৩২০০ জিবিপিএস ব্যান্ডউথের জন্য সংশোধিত চুক্তি অনুযায়ী সিমিইউ -৬ কনসসোর্টিয়ামকে মোট ৯৪৬ দশমিক ২৪ কোটি টাকা পরিশোধ করতে হবে। তৃতীয় সাবমেরিন ক্যাবলের সক্ষমতা দ্বিগুণ করা হলেও ব্যয় অর্ধেকেরও কম বাড়বে।