নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে অর্ধবার্ষিকীতে (জানুয়ারি-জুন’২২) গত বছরের একই সময়ের তুলনায় শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো বেড়েছে ১৩ ব্যাংকের এবং ক্যাশ ফ্লো কমেছে ১২ ব্যাংকের। অন্যদিকে, ৮ ব্যাংকের ক্যাশ ফ্লো নেগেটিভ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
ক্যাশ ফ্লো নেগেটিভ থাকা ৮ ব্যাংকের মধ্যে ৫ ব্যাংকের ক্যাশ ফ্লো আগের বছরের তুলনায় বেড়েছে। অর্থাৎ ৫ ব্যাংকের ক্যাশ ফ্লোর অবস্থা উন্নতি হয়েছে। অন্যদিকে, ৩ ব্যাংকের নেগেটিভ ক্যাশ ফ্লোর অবস্থা আরও অবনতি হয়েছে।
ক্যাশ ফ্লো নেগেটিভ, কিন্তু উন্নতি হয়েছে যে ৫ ব্যাংকের:
ইস্টার্ন ব্যাংক:বছরের প্রথমার্ধে বা ছয় মাসে (জানুয়ারি-জুন’২২) ব্যাংকটিরশেয়ার প্রতি ক্যাশ ফ্লোদাঁড়িয়েছে মাইনাস১ টাকা ৭৮ পয়সা, গত বছরে যার পরিমাণ মাইনাস ছিল ৮ টাকা ২৩ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় সমাপ্ত বছরে ব্যাংকটিরক্যাশ ফ্লো লোকসান কমেছে ৬ টাকা ৪৫ পয়সা।
আইএফআইসি ব্যাংক:বছরের প্রথমার্ধে বা ছয় মাসে (জানুয়ারি-জুন’২২) ব্যাংকটিরশেয়ার প্রতি ক্যাশ ফ্লোদাঁড়িয়েছে মাইনাস২ টাকা ৭০ পয়সা, গত বছরে যার পরিমাণ মাইনাস ছিল ৪ টাকা ৫৭ পয়সা, অর্থাৎ গত বছরের তুলনায় সমাপ্ত বছরে ব্যাংকটিরক্যাশ ফ্লোলোকসান কমেছে ১ টাকা ৮৭ পয়সা।
ন্যাশনাল ব্যাংক:বছরের প্রথমার্ধে বা ছয় মাসে (জানুয়ারি-জুন’২২) ব্যাংকটিরশেয়ার প্রতি ক্যাশ ফ্লোদাঁড়িয়েছে মাইনাস৪ টাকা ৭৯ পয়সা, গত বছরে যার পরিমাণ মাইনাস ছিল ৭ টাকা ৮০ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় সমাপ্ত বছরে ব্যাংকটিরক্যাশ ফ্লো লোকসান কমেছে ৩ টাকা ১ পয়সা।
প্রাইম ব্যাংক:বছরের প্রথমার্ধে বা ছয় মাসে (জানুয়ারি-জুন’২২) ব্যাংকটিরশেয়ার প্রতি ক্যাশ ফ্লোদাঁড়িয়েছে মাইনাস১ টাকা ১৩ পয়সা, গত বছরে যার পরিমাণ মাইনাস ছিল ৭ টাকা ১৫ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় সমাপ্ত বছরে ব্যাংকটিরক্যাশ ফ্লো লোকসান কমেছে ৬ টাকা ২ পয়সা।
এসবিএসি ব্যাংক:বছরের প্রথমার্ধে বা ছয় মাসে (জানুয়ারি-জুন’২২)ব্যাংকটিরশেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ১ টাকা ১৩ পয়সা, গত বছরে যার পরিমাণ মাইনাস ছিল ৯ টাকা ৫৫ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় সমাপ্ত বছরে ব্যাংকটিরক্যাশ ফ্লো লোকসান কমেছে ৮ টাকা ৪২ পয়সা।
ক্যাশ ফ্লো লোকসান বেড়েছে ৩ ব্যাংকের:
এক্সিম ব্যাংক:বছরের প্রথমার্ধে বা ছয় মাসে (জানুয়ারি-জুন’২২) ব্যাংকটিরশেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ২১ টাকা ৪২ পয়সা, গত বছরে যার পরিমাণ মাইনাস ছিল ৭ টাকা ২৮ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় সমাপ্ত বছরে ব্যাংকটিরক্যাশ ফ্লো লোকসান বেড়েছে ১৪ টাকা ১৪ পয়সা।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক:বছরের প্রথমার্ধে বা ছয় মাসে (জানুয়ারি-জুন’২২) ব্যাংকটিরশেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ৯ টাকা ৬৫ পয়সা, গত বছরে যার পরিমাণ মাইনাস ছিল ৭ টাকা ৭৭ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় সমাপ্ত বছরে ব্যাংকটিরক্যাশ ফ্লো লোকসান বেড়েছে ১ টাকা ৮৮ পয়সা।
স্টান্ডার্ড ব্যাংক:বছরের প্রথমার্ধে বা ছয় মাসে (জানুয়ারি-জুন’২২) ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছেমাইনাস ৩ টাকা ৭২ পয়সা, গত বছরে যার পরিমাণ মাইনাস ছিল ২ টাকা ৬৫ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় সমাপ্ত বছরে ব্যাংকটিরক্যাশ ফ্লো লোকসান বেড়েছে ১ টাকা ৭ পয়সা।