নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি লঘুচাপে রূপ নিয়েছে। ফলে এটি আরও দুর্বল হয়ে পড়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগরে বায়ুচাপের পার্থক্য রয়েছে বিধায় সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত জারি রাখা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আজ শুক্রবার (১২ আগস্ট) সকালে আবহাওয়াবিদ হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পরিস্থিতি বিবেচনা করে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি রাখা হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, বায়ুচাপের পার্থক্য ও পূর্ণিমার কারণে উপকূল স্বাভাবিকের তুলনায় ১ থেকে ২ ফুট উচ্চতার জোয়ারের পানিতে প্লাবিত হতে পারে। এ পরিস্থিতিতে দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হবে। ঢাকা ও ময়মনসিংহে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হবে।
তিনি বলেন, দেশের ইতিহাসে যে কোনো জুলাই মাসের তুলনায় চলতি বছরের জুলাই মাসে ৫৭ ভাগ বৃষ্টি কম হয়েছে, যা রেকর্ড। মৌসুমি বায়ুর অক্ষ বেশির ভাগ সময় দক্ষিণে অবস্থান করাই বৃষ্টিপাত কম হওয়ার কারণ।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, উত্তর বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। লঘুচাপ তৈরি হলে তার গতিপথের ওপর নির্ভর করবে বৃষ্টিপাত বাড়বে কিনা।