নিজস্ব প্রতিবেদক: টেনশন গ্রুপ নামের এক কিশোর চক্রের কর্মকাণ্ডের কিছু ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অস্ত্র দিয়ে গুলি ছুড়ছে ওই গ্রুপ। ঘটনাটি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার।
আজ শুক্রবার (১২ আগস্ট) বিকেলে ফেসবুকে এই ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, সীমান্তের ওপারে পিস্তল ও গুলি নিয়ে গানের তালে নাচছেন টেনশন গ্রুপের নেতা রাইসুল ইসলাম। আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবককে নির্যাতন করা হচ্ছে
গত শনিবার (৬ আগস্ট) রাতে সিদ্ধিগঞ্জের মিজমিজি এলাকা থেকে মূল সীমান্তে উত্তেজনা গ্রুপের সাত সদস্যকে আটক করে র্যাব-১১। এ ঘটনায় পরদিন সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করে র্যাব।
তল্লাশিকালে তাদের কাছ থেকে একটি ছোরা, দুটি সুইচ গিয়ার ছুরি এবং দুটি লোহা ও স্টিলের পাইপ উদ্ধার করা হয়। তবে এ সময় তার কাছ থেকে কোনো পিস্তল পাওয়া যায়নি।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয় লোকজন এসব অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান। অন্যথায় এসব অস্ত্র জামিনে মুক্ত হওয়ায় এলাকায় আবারো আতঙ্ক সৃষ্টির আশঙ্কা রয়েছে।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান জানান, তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। চলতি সপ্তাহে তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক জানান, তারা অস্ত্র দিয়ে গুলি চালানোর একটি ভিডিও পেয়েছেন যা ফেসবুকে ভাইরাল হয়েছে। শিগগিরই অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হবে।
র্যাব-১১ এর ক্যাপ্টেন (সিও) লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, কিশোর গ্যাং দমনে আমাদের অভিযান চলছে। অভিযান চালিয়ে এসব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে।