নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০৭-১১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১৩ কোম্পানির বড় লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হয়েছে ১৭৮ কোটি ৫৭ হাজার টাকার। ডিএসই ব্লক মার্কেট বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- ন্যাশনাল ব্যাংক, সোনালী পেপার, ফরচুন সুজ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, প্রাইম ইন্সুরেন্স, পদ্মা লাইফ ইন্সুরেন্স, ডেলটা লাইফ ইন্সুরেন্স, সী-পার্ল হোটেল, আইসিবি ইসলামি ব্যাংক, ইসলামি ব্যাংক, ইন্ট্রাকো সিএনজি, লাফার্জহোলসিম এবং ওরিয়ন ফার্মা লিমিটেড।
কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হয়েছে ন্যাশনাল ব্যাংকের ৪০ কোটি ৮৮ লাখ ৮৯ হাজার টাকার, সোনালী পেপারের ২৬ কোটি ২১ লাখ ৮২ হাজার টাকার, ফরচুন সুজের ২৫ কোটি ২৪ লাখ ৬৩ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১৯ কোটি ৫০ লাখ টাকার, প্রাইম ইন্সুরেন্সের ১২ কোটি ১২ লাখ ২০ হাজার টাকার, পদ্মা লাইফ ইন্সুরেন্সের ১০ কোটি ৩২ লাখ ১৪ হাজার টাকার, ডেলটা লাইফ ইন্সুরেন্সের ৮ কোটি ৩২ লাখ ৯০ হাজার টাকার, সী-পার্ল হোটেলের ৬ কোটি ৯৩ লাখ ৯৮ হাজার টাকার, আসিবি ইসলামি ব্যাংকের ৬ কোটি ২৩ লাখ ৪২ হাজার টাকার, ইসলামি ব্যাংকের ৫ কোটি ৭১ লাখ ৩ হাজার টাকার, ইন্ট্রাকো সিএনজির ৫ কোটি ৬৮ লাখ ৩৮ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৫ কোটি ৪১ লাখ ৩৬ হাজার টাকার এবং ওরিয়ন ফার্মার ৫ কোটি ৩৯ লাখ ৭৫ হাজার টাকার।