নিজস্ব প্রতিবেদক: অলরাইন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
আজ শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
অনেক দিন আগে থেকেই গুঞ্জন ছিল আবারও টি-টোয়েন্টির নেতৃত্ব পাচ্ছেন সাকিব। কিন্তু সম্প্রতি অনলাইন বেটিং সাইট বেট উইনারের প্রতিষ্ঠান বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি করায় শুরু হয় ধোঁয়াশা। তারপর অনেক জলঘোলা হওয়ার পর বৃহস্পতিবার সেই চুক্তি বাতিল করেন সাকিব।
সাকিবের চুক্তি আনুষ্ঠানিক বাতিলের পর বিসিবি তৃতীয় মেয়াদে টি-টোয়েন্টি অধিনায়ক করলেন সাকিবকে। এর আগে ২০০৯ সাল ও ২০১৭ সালে এই ফরম্যাটে অধিনায়ক ছিলেন এই অলরাউন্ডার।
সাকিবের অধীনে বাংলাদেশ ২১ ম্যাচের ৭টিতে জয় পেয়েছিল। যদিও সাফল্যের চেয়ে ব্যর্থওতার পাল্লাই ভারী। ২১ ম্যাচের ১৪টিতেই হারের মুখ দেখতে হয়েছিল সাকিবকে। এবার দেখার বিষয় তৃতীয় মেয়াদে সাফল্যের পাল্লা আরও কতখানি বাড়াতে পারেন তিনি।