নিজস্ব প্রতিবেদক: ঢাকার দুই সিটি এবং চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের চার মেয়রকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে গেজেট প্রকাশ করার জন্য প্রধানমন্ত্রী কার্যালয় থেকে চিঠি দেয়া হলেও এখনো এই সংক্রান্ত গেজেট প্রকাশ হয়নি।
গত রোববার প্রধানন্ত্রীর কার্যালয় থেকে চিঠি দেয়ার পর এক সপ্তাহ পার হয়ে গেছে। কিন্তু এখনো প্রজ্ঞাপন না হওয়ায় এই চার মেয়র মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাচ্ছেন না বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
মেয়রদের মর্যাদা নির্ধারণ করে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি দিয়ে সংশ্নিষ্ট মেয়রদের নামের পাশে মন্ত্রী ও প্রতিমন্ত্রী মর্যাদা দিয়ে মন্ত্রিপরিষদ সচিবকে গেজেট প্রকাশ করতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (নির্বাহী সেল) আল-মামুন মুর্শেদ স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, মেয়রদের মর্যাদা নির্ধারণের বিষয়ে প্রধানমন্ত্রী ‘অনুমোদন’ প্রদান করেছেন।
কিন্তু সংবিধানের ৫৬(২) অনুচ্ছেদে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীকে রাষ্ট্রপতি নিয়োগ দান করবেন।
মন্ত্রী, প্রতিমন্ত্রী বা তাঁদের মর্যাদার কাকে নিয়োগ দেওয়া হবে, তা সম্পূর্ণ প্রধানমন্ত্রীর অভিপ্রায়ের বিষয়। প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ীই রাষ্ট্রপতি অনুমোদন দেন। এটাই সাংবিধানিক রীতি। অর্থাৎ প্রধানমন্ত্রীর অভিপ্রায়কে ব্যতিক্রম করার ক্ষমতা রাষ্ট্রপতিকে সংবিধান দেয়নি।
ঢাকার দুই সিটি করপোরেশনের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে আলাপে জানা গেছে, এই সংক্রান্ত কাগজ রাষ্ট্রপতির কার্যালয়ে পৌঁছেছে এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর যেকোনো সময় গেজেট প্রকাশ হতে পারে।
এই বিষেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন সংবাদ মাধ্যমকে বলেন, ‘ডিএনসিসি মেয়রকে মন্ত্রী পদমর্যাদা দেওয়া জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু এখনো গেজেট প্রকাশ করা হয়নি। আমার জানা মতে, মাননীয় রাষ্ট্রপতির কার্যালয়ে এই কাগজ পৌঁছেছে। আশা করি যে-কোনো মূহুর্তে গেজেট প্রকাশ করা হবে।’
এই বিষেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেন, ‘এখনো পর্যন্ত প্রজ্ঞাপন জারি হয়নি। রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় আছে। রাষ্ট্রপতির অনুমোদন দিলেই প্রজ্ঞাপন জারি করা হবে। আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে।’