নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেল এবং ডলারের অস্বাভাবিক দাম বৃদ্ধির উত্তাপে গত সপ্তাহজুড়েই পতনে ছিল দেশের শেয়ারবাজার। ফ্লোর প্রাইস বেঁধে দেওয়ার পর আগের সপ্তাহে বিনিয়োগকারীরা স্বস্তিতে থাকলে গেল সপ্তাহের টানা পতনে বিনিয়োগকারীরা ফের নাভিশ্বাস অবস্থায় পড়েছিল।
তবে আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার শেয়ারবাজারের সূচক বেড়েছে। সূচকের সাথে লেনদেনও বেড়েছে। পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদরও। সুচক, লেনদেন ও কোম্পানির শেয়ারদর ইতিবাচক হওয়ায় ফের আশায় বুক বাঁধছে বিনিয়োগকারীরা। তারা মনে করছেন, সামনের দিনগুলোতে শেয়ারবাজারে হয়তো ভালো কিছু দেখা যেতে পারে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত সপ্তাহে ব্যাংকের বিনিয়োগের এক্সপোজার লিমিট নিয়ে এক যুগের দাবি পূরণের পরও পুরো সপ্তাহ জুড়ে টানা পতন নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে যে হতাশা তৈরি হয়েছিল, নতুন সপ্তাহের প্রথম দিন সেখান থেকে উত্তরণের কিছুটা আশা তৈরি হয়েছে। বাজার ভালো করার জন্য বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাই ইতিবাচক মনোভাব পোষণ করছেন। সব কিছু মিলিয়ে শেয়ারবাজার সামনে ইতিবাচক ধারায় পরিচালিত হবে-এমনটা আশা সংশ্লিষ্ট সকলের।
শেয়ারনিউজ, ১৪ আগস্ট ২০২
রোববারের বাজার পরিস্থিতি:
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আজ ২৬.৪৬ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৭৫.২৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.২১ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪.৯১ পয়েন্ট বা ০.২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫০.৯৩ পয়েন্টে এবং দুই হাজার ১৯৯.৩০ পয়েন্টে।
টাকার পরিমাণে ডিএসইতে আজ লেনদেন হয়েছে ৬৪৪ কোটি ৪৫ লাখ টাকার। যা আগের কার্যদিবস হতে ৬০ কোটি ৬০ লাখ টাকা বেশি। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৮৩ কোটি ৭৬ লাখ টাকার।
আজ ডিএসইতে ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬৮টির বা ৪৪.২১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৮২টির বা ২১.৫৮ শতাংশের এবং ১৩০টির বা ৩৪.২১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪৩.৬২ পয়েন্ট বা ০.২৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ১৭১.৩০ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০২টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৩টির দর। আজ সিএসইতে ১৫ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।