নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের চলমান সংকটে বিরোধী রাজনৈতিক দলের আন্দোলন এবং নৈরাজ্যের কারণে মানুষের কষ্ট আরও বাড়তে পারে আশঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের অপজিশন (বিরোধী রাজনৈতিক দল) আন্দোলনের সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেছেন । তিনি বলেন, ‘আন্দোলনে যে ক্ষতি হবে তা সামাল দেওয়ার ক্ষমতা আমাদের আছে।’
রোববার (১৪ আগস্ট) গণভবনে আওয়ামী লীগের ৮ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ৮ জন সাংগঠনিক সম্পাদকের সঙ্গে বৈঠকের আগে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এমন কথা জানান।
তিনি বলেন, ‘আন্দোলন করছে। সেটা করুক, আমি তো চাইছি। আমি নির্দেশ দিয়েছি তারা আন্দোলন করছে, করতে দাও। খবরদার তাদের কাউকে যেন গ্রেপ্তার করা না হয়, বিরক্ত না করা হয়। তারা আন্দোলন করতে চায়, করুক। অসুবিধা কী? প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করবে, আমি আসতে দেব।’
প্রধানমন্ত্রী জানান, আন্দোলনের কারণে মানুষের কষ্ট আরও বাড়বে এমন আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘এটাও তাদের বোঝা উচিত।’
প্রধানমন্ত্রী বিরোধী দলের আন্দোলনের সফলতা নিয়ে প্রশ্ন রেখে বলেন, ‘আন্দোলন করে তারা কতটুকু সফল হবে সেটা জানি না। কিন্তু যেটা করছে তাতে দেশের জন্য আরও ক্ষতি হবে। আমরা সেটা সামাল দিতে পারব, সেই বিশ্বাস আমার আছে।’
তিনিবলেন, ‘আমরা যে আন্তরিকতার সঙ্গে মানুষের জন্য কাজ করছি, সেটা দেশের মানুষ জানে ও বোঝে।’