নিজস্ব প্রতিবেদক: দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ ব্যাংকের ইতিবাচক উদ্যোগের ফলে শেয়ারবাজারে ফিরতে শুরু করেছে নিষ্ক্রিয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। এর প্রতিফলন হিসাবে আজ মঙ্গলবার শেয়ারবাজারে সূচক ও লেনদেনে বড় উত্থানের ইংগিত দিয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক আজ হাফ সেঞ্চুরি পার করেছে এবং লেনদেনও ছাড়িয়েছে হাজার কোটি টাকা।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের দাম এবং ডলারের ঊর্ধ্বগতির উত্তাপে গত এক সপ্তাহে টানা পতনে ছিল শেয়ারবাজার। আজ পতনের সেই চাপ কাটিয়ে বাজার ইউটার্ন নিয়েছে। সূচক ও লেনদেনের ঊধর্বগতি দেখে বুঝা যায়, নিষ্ক্রিয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ধীরে ধীরে সক্রিয় হতে শুরু করেছে। এতে সাধারণ বিনিয়োগকারীদেরও মনের চাপ কমছে।
এর আগে ফ্লোর প্রাইস দেয়ার পর ব্যাংকের বিনিয়োগসীমা বা এক্সপোজার লিমিট শেয়ারের ক্রয়মূল্যে নির্ধারণে বিনিয়োগকারীদের এক যুগের দাবি পূরণ করার ঘটনায় গত ৩১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ৩৩১ পয়েন্ট সূচক বৃদ্ধি নিয়ে উৎফুল্ল থাকা শেয়ারবাজার পরের সপ্তাহে ভীষণভাবে হতাশ করে বিনিয়োগকারীদের। টানা চার দিন সূচকের পাশাপাশি কমে যায় লেনদেনও। ওই চার দিনে সূচক কমেছে ১৬০ পয়েন্টের বেশি। আর লেনদেন পাঁচশ’ কোটির ঘরে নেমে আসে।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ মঙ্গলবার সূচক ও লেনদেনে বড় উত্থানের ইঙ্গিত পাওয়া গেছে। আজ বাজারে সিংহভাগ কোমানির শেয়ারদর বেড়েছে এবং ফ্লোর প্রাইসে থাকা কোম্পানিগুলোও জেগে উঠতে শুরু করেছে।
আজ মঙ্গলবার বাজার পরিস্থিতি:
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আজ ৫০.৬৭ পয়েন্ট বা ০.৮২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২২৫.৯১ পয়েন্টে।
ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১০.৪৪ পয়েন্ট বা ০.৭৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৩.৭২ পয়েন্ট বা ০.৬২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৬১.৩৮ পয়েন্টে এবং দুই হাজার ২১৩.০২ পয়েন্টে।
টাকার পরিমাণে ডিএসইতে আজ লেনদেন হয়েছে এক হাজার ৩৪ কোটি ০৮ লাখ টাকার। যা আগের কার্যদিবস হতে ৩৮৯ কোটি ৬৩ লাখ টাকা বেশি। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৪৪ কোটি ৪৫ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৩৭টির বা ৬২.২১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৪২টির বা ১১.০২ শতাংশের এবং ১০২টির বা ২৬.৭৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৪৫.৯০ পয়েন্ট বা ০.৮০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩১৭.২১ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৮টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টির দর। আজ সিএসইতে ১৮ কোটি ০২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।