নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আর্থিক বাজার বিশেষ করে শেয়ারবাজারের জন্য কর্পোরেট গর্ভনেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট তাঁর সূচনালগ্ন থেকে বিনিয়োগ শিক্ষা প্রদান করে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের নির্বাহী প্রেসিডেন্ট ড. মাহমুদা আক্তার।
আজ মঙ্গলবার (১৬ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এর মাল্টিপারপাস হলে ‘বিআইসিএম রিসার্চ সেমিনার-১৫’ অনুষ্ঠিত হয়।
সেমিনারে সার্টিফিকেশন অব কর্পোরেট গভর্ন্যান্স কমপ্লাইন্স, টাইপ অব সার্টিপার্স অ্যান্ড মার্কেট ব্যাজ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিআইসিএম নির্বাহী প্রেসিডেন্ট বলেন, শেয়ারবাজার সম্পর্কে বিভিন্ন নলেজ গ্যাপগুলো চিহ্নিত করে আমরা সার্টিফিকেট প্রোগ্রাম, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং মাস্টার্স প্রোগ্রাম পরিচালনা করছি। শেয়ারবাজার বিষয়ক প্রয়োজনীয় শিক্ষা কার্যক্রমের সাথে গবেষণাকেও গুরুত্ব দিচ্ছে বিআইসিএম।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব নর্থআমব্রিয়ার সেমিনারটির ড. আব্দুস সোবহান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মেলিটা মেহজাবিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মুশফিকুর রহমান। সেমিনারে বিআইসিএম এর অনুষদ সদস্যবৃন্দ এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।