নিজস্ব প্রতিবেদক: শ্রীলঙ্কা সুপার ফোরে আফগানিস্তান, ভারত ও পাকিস্তানকে হারায়। তার আগে গ্রুপের ম্যাচে বাংলাদেশকে পরাজিত করেন দাসুন শানাকারা। এভাবে শ্রীলংকা এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেয়। অন্যদিকে, পাকিস্তান ভারতের বিরুদ্ধে হার দিয়ে অভিযান শুরু করে। পরে হংকংকে হারিয়ে সুপার ফোরে প্রবেশ করে তারা। সুপার ফোরে ভারত ও আফগানিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন বাবর আজমরা।
আজ রোববার (১১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট হাতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলংকা।
শুরুতেই পাকিস্তানী বোলারদের তোপের মুখে কুশল মেন্ডিস ০, পাথুম নিশাঙ্কা ৮ আর ধানুষ্কা গুনাথিলাকার বিদায় ১ রানে। তিন উইকেটের দুটিই বোল্ড। নাসিম শাহ একটি আর হারিস রৌফ তুলে নেন দুটি উইকেট। এরপর ধনঞ্জয়া ডি সিলভার ভানুকা রাজাপাকসা মিলে গড়েন প্রতিরোধ। ধনঞ্জয়াকে ২৮ (২১) রানে ফিরিয়ে পাকিস্তানকে ম্যাচে ফেরান ইফতিখার আহমেদ। এরপর দাসুন শানাকাকে ২ রানে ফেরান শাদাব খান। এমন বিপদের মুখে রাজাপাকসা আর ওয়ানিন্দু হাসারাঙ্গা মিলে বাঁধেন ৫৮ (৩৬) রানের জুটি। ২১ বলে ৫চার ও ১ ছক্কায় ৩৬ রান করে হাসারাঙ্গা বিদায় নেন হারিসের বলে ক্যাচ দিয়ে। তবে রাজাপাকসা তুলে নেন অর্ধশতক। শেষ দিকে চামিকা করুনারত্নেকে নিয়ে ৫৪ রানের জুটি গড়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে পাকিস্তানকে। ভানুকা ৭১ (৪৫) ও করুনারত্নে অপরাজিত থেকেছেন ১৪ (১৪) রানে। পাকিস্তানের পক্ষে ৩ উইকেট নেন হারিস রৌফ। ১টি করে উইকেট নেন নাসিম শাহ, শাদাব খান ও ইফতিখার আহমেদ।
এশিয়া কাপের ১৫তম আসরের ফাইনাল ম্যাচে পাকিস্তানকে ১৭১ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় শ্রীলঙ্কা। পাকিস্তান ২০ ওভার খেলে ১৪৭ রানে অল আউট। ২৩ রানে সহজ জয় পায় শ্রীলংকা।