নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের মোহাম্মদ নবী প্রায় এক বছর ধরে টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন। তবে সর্বশেষ এশিয়া কাপে ব্যাট-বল হাতে তেমন কারিকুরি দেখাতে পারেননি আফগান অধিনায়ক।
এর প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে। আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে তিনি নেমে গেছেন দুইয়ে।
এই সুযোগে আবারও শীর্ষে ফিরেছেন দুইয়ে থাকা বাংলাদেশের সাকিব আল হাসান।
আজ বুধবার প্রকাশিত র্যাঙ্কিংয়ের হালনাগাদে এক নম্বরে ওঠে আসা সাকিবের রেটিং পয়েন্ট ২৪৮।
এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগেও ২৫৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলেন নবী। ওই ম্যাচে ব্যাট হাতে তিনি ছিলেন নিষ্প্রভ। মারেন গোল্ডেন ডাক। বল হাতে পাননি কোনো উইকেটও। ফলে পয়েন্ট কাটা যায় চারটি।
পাকিস্তানের পরের ম্যাচে ভারতের বিরুদ্ধেও বল হাতে কোনো উইকেট পাননি নবী। ব্যাটিংয়ে নেমে করেন সাত রান। ছয় পয়েন্ট কমে নবীর পয়েন্ট এখন ২৪৬।
তবে বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানও এশিয়া কাপে আহামরি কিছু করেননি। তবে ধরে রেখেছিলেন রেটিং পয়েন্ট। ২ ম্যাচে ব্যাট হাতে ৩৫ রানের পাশাপাশি নেন এক উইকেট। এর আগের প্রকাশিত র্যাঙ্কিংয়ে ২৪৮ রেটিং ছিল সাকিবের। নবীর ৬ পয়েন্ট কমলে ২৪৮ রেটিং নিয়েই শীর্ষে চলে আসেন তারকা এই অলরাউন্ডার।