নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ২৩টি কোম্পানির মধ্যে ২২টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এরমধ্যে ৯টি কোম্পানির সম্পদমূল্য কমেছে (জুলাই’২১-মার্চ’২২) বা নয় মাসে। আর ১৩টির সম্পদমূল্য বেড়েছে। একটি কোম্পানি ঠিকভাবে প্রতিবেদন প্রকাশ না করায় আর্থিক বিবরণী পাওয়া যায়নি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সাধাণত কোন কোম্পাানির আয় কমলে সেই কোম্পানির সম্পদমূল্যও কমে। এ ক্ষেত্রে বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিগুলোর আর্থিক বিবরণী পর্যালোচনা করে দেখা গেছে এই ৯টি কোম্পানির আয় কমেছে। যা কোম্পানিগুলোর সম্পদ মূল্যে প্রভাব ফেলেছে। যার কারণে এই ৯ কোম্পানির সম্পদ মূল্যও কমেছে।
এছাড়াও, আর্থিক বছর শেষে কোম্পানির আর্থিক বিবরণী নিরীক্ষণের সময় কোম্পানিগুলোর সম্পদ পূনর্মূল্যায়ন করা হয়। এ ক্ষেত্রে যদি সম্পদমূল্য কমে যায়, তাহলে তাওইকোম্পানরি শেয়ার প্রতি সম্পদমূল্যে (এনএভি) প্রভাব ফেলে। যার কারণে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য কমে যায়। জ্বালানির এই ৯ কোম্পানিতে সম্পদ পূণর্মূল্যায়নের কারণে কয়েকটি কোম্পানির সম্পদমূল্য কমেছে। এমন তথ্য বিশ্লেষণ কর জানা যায়।