নিজস্ব প্রতিবেদক: রাশিয়ার সঙ্গে একীভূত হওয়ার লক্ষ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ও লুহানস্ক এবং দক্ষিণাঞ্চলীয় খেরসন প্রদেশে গণভোটের ঘোষণা দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা।
আগামী ২৩ থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে এই গণভোট অনুষ্ঠিত হতে পারে। এসব প্রদেশে রাশিয়া নিযুক্ত কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) গণভোট আয়োজনের বিষয়ে একটি আইন পাস করেছে লুহানস্ক পিপলস রিপাবলিক (এলপিআর)। আলজাজিরা এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করে।
দোনেৎস্কের বিদ্রোহী গোষ্ঠীর নেতা ডেনিস পুশিলিন বলেছেন, এখানকার মানুষ গণভোটের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে। এই রাজনৈতিক পদক্ষেপের মাধ্যমে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।