নিজস্ব প্রতিবেদক: স্কুলের নৈশপ্রহরীর বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ঝালকাঠির নলছিটি উপজেলায়।
আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে আমিরাবাদ এলাকার ৮ নম্বর আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী বিচার দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে।
জানা গেছে, অভিযুক্ত নৈশপ্রহরী আলমগীর হোসেন ওরফে খোকন বিদ্যালয়ের প্রধান প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেনের ছোট ভাই এবং ওই উপজেলার মগড় ইউনিয়নের উত্তর মগর গ্রামের প্রয়াত মজিদ সিকদারের ছেলে।
এলাকাবাসীর অভিযোগ, খোকন স্কুলের নৈশ প্রহরী হলেও নিয়মিত স্কুলের কক্ষে প্রাইভেট পড়াচ্ছেন। শুক্রবার সকালে পঞ্চম শ্রেণির দুই ছাত্র তার সঙ্গে পড়তে আসে। যদিও প্রাইভেট টিউশন সকাল ৮ টার জন্য নির্ধারিত, মেয়েরা সাড়ে ৬ টায় স্কুলে আসে, তাতে সন্দেহ হয় মাঠে ফুটবল খেলতে আসা খেলোয়ারদের।
সাক্ষীরা মাঠে খেলতে আসে। সাদ্দাম হোসেন বলেন, 'আমাদের মধ্যে কয়েকজন স্কুলে প্রবেশ করলে দ্বিতীয় তলার একটি কক্ষে একটি মেয়েকে দেখতে পাই। পাশের ঘরের দরজাটা একটা বেঞ্চে তালা দেওয়া দেখি। এ সময় বেঞ্চ কাঁপিয়ে ভেতরে ঢুকে দেখি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ও নৈশ প্রহরী খোকনকে অর্ধনগ্ন অবস্থায়। এ সময় খোকন আমাকেও মারধর করে। কিন্তু আমি বেঁচে গেছি কারণ আমার সাথে অন্যরা আছে।
এদিকে বিক্ষুব্ধ বাসিন্দাদের অভিযোগ, খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঘটনাস্থলে পৌঁছে তার ভাইকে চড় মারার ভান করে পালিয়ে যেতে সহায়তা করেন। প্রধান শিক্ষকের প্রভাবে 2018 সালে তার ছোট ভাই খোখোও একই কাজ করেছিল। ছাত্রীদের বিরুদ্ধে শ্লীলতাহানি ও অন্যান্য অনিয়মের অভিযোগ করেছেন বাসিন্দারা।