নিজস্ব প্রতিবেদক: জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যয় যে ব্যয় করা হচ্ছে তা ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে করা ব্যয়ের চেয়েও বেশি দাবি করা হচ্ছে। আবের অন্ত্যেষ্টিক্রিয়ার ১৬৬ কোটি ইয়েন নির্ধারণ করা হয়েছে।
আগামীকাল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এই রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আবের অন্ত্যেষ্টিক্রিয়ায় খরচ বেশি হওয়া নিয়ে জাপানিরা প্রশ্ন তুলেছেন।
স্থানীয় বার্তা সংস্থা কিয়োডো দ্বারা পরিচালিত একটি জরিপে, ৭০ শতাংশ মানুষ বলেছেন যে সরকার আবের শেষকৃত্যে খুব বেশি ব্যয় করছে।
ধারণা করা হচ্ছে, এই বরাদ্দের অর্ধেক ব্যয় হবে নিরাপত্তার জন্য। এছাড়াও বিদেশী অতিথিদের অভ্যর্থনা বাবদ এক তৃতীয়াংশ ব্যয় করা হবে। প্রায় ৭০০ আন্তর্জাতিক অতিথি আবের শেষকৃত্যে যোগ দেবেন। অতিথিদের তালিকায় রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।
শিনজো আবে হলেন দ্বিতীয় জাপানি প্রধানমন্ত্রী যাকে রাষ্ট্রীয়ভাবে শেষকৃত্য করা হয়েছে।
উল্রেখ্য, গত ০৪ জুলাই জাপানের নারাতে নির্বাচনি প্রচারণা চালানোর সময় একজন বন্দুকধারীর অতর্কিত হামলায় তিনি নিহত হন। তখন তার বয়স হয়েছিল ৬৭ বছর।