নিজস্ব প্রতিবেদক: অভিনেত্রী শবনম বুবলী অবশেষে মা হতে চলেছেন। 'বেবি বাম্প'-এর ছবি সামাজিক যোগাযেগা মাধ্যমে শেয়ার করলেন।
আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি ছবি শেয়ার করেন। আর সেখানে বুবলী লিখেছেন, ‘আমেরিকায় আবার দেখা হবে’। কিন্তু বেবি বাম্প ছাড়া অন্য কোনো তথ্য শেয়ার করেননি।
এদিকে আজ (২৭ সেপ্টেম্বর) শাকিব খানের একমাত্র ছেলে জয়ের জন্মদিন। এদিন কেন এমন ছবি শেয়ার করলেন বুবলি প্রশ্ন করছেন নেটিজেনরা।
বুবলীর আগেও বহুবার মা হওয়ার খবর এসেছে। কিন্তু তিনি নিজেই বিষয়টি অস্বীকার করেছেন। শাকিব-বুবলী জুটি বড় পর্দার অন্যতম আলোচিত জুটি। ঢালিউডের এই অভিনেত্রী শাকিব খানের সঙ্গে টানা ৯টি ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পান। কিন্তু শবনম বুবলী হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন, প্রশ্ন উঠছে!
শাকিবের সঙ্গে বুবলির শেষ ছবি 'বীর'-এর সেটে মুক্তি পাওয়ার পর থেকেই তার মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এসব গুজবে প্রশ্ন উঠা স্বাভাবিক, কিন্তু বুবলী কি অভিনেত্রী অপু বিশ্বাসের পথ অনুসরণ করতে শুরু করেছেন?
এর আগে ২০০৮ সালে ৭০টির বেশি ছবির নায়ক শাকিব খানকে গোপনে বিয়ে করেছিলেন অপু বিশ্বাস এবং ২০১৬ সালেও একইভাবে নিখোঁজ হন। তিনি ২০১৭ সালে ছেলে আব্রাম খান জয়কে কোলে নিয়ে ফিরে আসেন। এরপর একটি বেসরকারি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সব কিছু ফাঁস করে দেন।
ফলে ক্ষিপ্ত হয়ে শাকিব খান তার হাতে ডিভোর্স পেপার তুলে দেন। এবার বুবলীর ক্ষেত্রেও একই আশঙ্কা রয়েছে তার ভক্ত-সমালোচকদের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় চিত্রনায়িকা বনে যাওয়া সংবাদকর্মী বুবলী সন্তান জন্ম দিতে বিদেশে গেছেন। কিন্তু সত্যিটা কী, সময়ই বলে দেবে!
নোয়াখালীর সোনামুড়িতে জন্ম নেওয়া বুবলী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন। অভিনয়ে আসার আগে তিনি বাংলাভিশনের নিউজরিডার ছিলেন। ২০১৬ সালে, শাকিব খানের বিপরীতে 'বসগিরি' ছবিতে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে।
প্রথম ছবিই সবার নজর কেড়েছে। এরপর শাকিব খানের সঙ্গে একের পর এক ৯টি ছবিতে কাজ করেন তিনি। যার প্রতিটিই ব্যবসাসফল। এখানে প্রশ্ন জাগে বুবলী কেন অন্য নায়কদের সঙ্গে অভিনয় করেন না? নাকি শাকিব খান তাকে অন্য কারো সঙ্গে দেখতে চান না? বুবলী মিস করায় এ প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি। বুবলী তার আগের ছবি 'ক্যাসিনো'তে শাকিব খানকে ছেড়ে চলে গেলেও চিত্রগ্রাহক নীরবের সঙ্গে প্রথম কাজ করেন তিনি। এর মুক্তির অপেক্ষায়। এখন চলচ্চিত্রের পাশাপাশি বুবলীর ফেরার অপেক্ষায় সবাই। তিনি কি অপু বিশ্বাস হিসেবে ফিরবেন নাকি একা? এখন এই আপনি কি দেখতে হবে.