নিজস্ব প্রতিবেদক: স্বেচ্ছাসেবক দলের ফরিদপুর জেলা কর্মিসভায় হামলার ঘটনা ঘটেছে। স্বেচ্ছাসেবক দলের দলের সভাপতি এসএম জিলানীসহ কমপক্ষে ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে অনুষ্ঠানের চেয়ার-টেবিলও।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টায় শহরের অম্বিকা হলে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মিসভাটি অনুষ্ঠিত হয়।
সভা চলাকালে যুবলীগের সভাপতির নেতৃত্বে শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে অনুষ্ঠান স্থলে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলাকারীরা অনুষ্ঠানস্থলের ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি মারধর ও ভাঙচুর শুরু করে। বেশ কয়েক মিনিট ধরে চালানো হয় এ হামলা। হামলাকারীদের পিটুনিতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীসহ স্থানীয় ৩০ নেতা-কর্মী আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সভা শেষে বিএনপি নেতার বাসায় সংবাদ সম্মেলন করে এ হামলার জন্য যুবলীগকে দায়ী করে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের নেতা এস এম জিলানী।