নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৬ কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৮৮ কোটি ৬২ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ ব্লক মার্কেটে ৬ কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। এই ৬ কোম্পানির লেনদেন হয়েছে ৬৬ কোটি ২১ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার।
আজ ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিডিকম। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৫২ লাখ ৮১ হাজার টাকার।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সোনালী পেপারের। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ১০ কোটি ৪০ লাখ ৬০ হাজার টাকার।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ইন্ট্রাকো সিএনজির। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ১০ কোটি ৮ লাখ ২৭ হাজার টাকার।
চতুর্থ সর্বোচ্চ লেনদেন হয়েছে ফরচুন সুজের। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ৯ কোটি ৯৮ লাখ ৮৯ হাজার টাকার।
পঞ্চম সর্বোচ্চ লেনদেন হয়েছে রেনাটা লিমিটেডের। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ৯ কোটি ৯৮ লাখ ৮৯ হাজার টাকার।
ষষ্ঠ সর্বোচ্চ লেনদেন হয়েছে ৩ হাজার টাকা আইপিডিসি ফাইন্যান্সের। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ৭ কোটি ২৯ লাখ ৭৮ হাজার টাকার।
এছাড়া, মেট্রো স্পিনিংয়ের ৪ কোটি ২৬ লাখ ১ হাজার টাকা অরিয়ন ইনফিউশনের ২ কোটি ৯৪ লাখ ৯৫ হাজার টাকা আলহাজ্ব টেক্সটাইলের ২ কোটি ৫৩ লাখ ৪৬ হাজার টাকার, প্রাইম ইন্সুরেন্সের এর ২ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকার, ম্যারিকোর ১ কোটি ৯৬ লাখ টাকার, সী-পারল হোটেলের ১ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার টাকা বিকন ফার্মার ১ কোটি ১৩ লাখ ৬১ হাজার টাকা শাহাজি বাজার পাওয়ারের ৮৭ লাখ ৯৪ হাজার টাকা হরি ওরিয়ন ফার্মার ৬৮ লাখ ৯৭ হাজার টাকার, কেডিএস এক্সেসরিজ এর ৫৫ লাখ ৫১ হাজার টাকা ইস্টার্ন হাউজিং এর ৪৭ লাখ ৭৫ হাজার টাকা নাহি এ্যালুমিনিয়ামের ৩১ লাখ ৩৬ হাজার টাকা ইউনিক হোটেলের ২২ লাখ ৩৮ হাজার টাকার, বেক্সিমকো বন্ডের ১৭ লাখ ৬০ হাজার টাকা ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের ১৭ লাখ ১ হাজার টাকার, রানার অটোর ১৬৫৮ হাজার টাকা বিএসআরএম স্টিলের কোন লাখ ৫৩ হাজার টাকা প্যারামাউন্ট টেক্সটাইলের ১৫ লাখ ৪০ হাজার টাকার, পূবালী ব্যাংকের ১৪ লাখ ৫ হাজার টাকা ন্যাশনাল ফিড মিলের ১৪ লাখ ২ হাজার টাকার, জিএসপি ফিনান্সের ১২ লাখ ৩৪ হাজার টাকার, মালিক স্পিনিংয়ের দশ লাখ ৪০ হাজার টাকার, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ১০ লাখ ১০ হাজার টাকার, ম্যাগনা লাইফ ইন্সুরেন্স এর ৯ লাখ ৭৭ হাজার টাকার, এডিএন টেলিকমের আট লাখ ত্রিশ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৭ লাখ ৯৬ হাজার টাকা বেঙ্গল উইন্ডসহ এর ৭ লাখ ৮০ হাজার টাকার, ফনিক্স ফাইনান্স এর ৭ লাখ ৫৪ হাজার টাকার, তশরিফা ইন্ডাস্ট্রিজের ৭ লাখ দশ হাজার টাকা শেফার্ড লিমিটেডের ৬ লাখ ৭০ হাজার টাকা গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ৬ লাখ টাকা সাইন পুকুর সেরামিক্স এর ৫ লাখ ৮৯ হাজার টাকার, ইস্টার্ন লুব্রিক্যান্টসের পাঁচ লাখ দুই হাজার টাকার, এল আর গ্লোবাল মিউচুয়াল ফান্ডের ৫ লাখ ৫২ টাকার, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৫ লাখ ৫০ হাজার টাকার, আইসিবি অগ্রণী মিউচুয়াল ফান্ডের ৫ লাখ ৫০ হাজার টাকার, বে-লিজিংয়ের ৫ লাখ ২৮ হাজার টাকার, সোনারগাঁও টেক্সটাইলের ৫ লাখ ২০ হাজার টাকার, এম এল ডাইং এর ৫ লাখ ২ হাজার টাকার, সুুহৃদ ইন্ডাস্ট্রিজের ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।