নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও বিদুৎ খাতের ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করতে পারে। একই সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে কোম্পানিটির বোর্ড সভা ঘোষণাকে কেন্দ্র করে বেড়েছে শেয়ারদর। আজ রোববার (০২ অক্টোবর) কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩ টাকা ৬০ পয়সাবা ৮.০২ শতাংশ। যা সার্কিট ব্রেকারের কাছাকাছি। আগের দিন কোম্পানিটির শেয়ারদর ছিলো ৪৪ টাকা ৯০ পয়সায়। আজ ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ৪৮ টাকা ৫০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৪ লাখ ৬০ হাজার ৪৬১টি। যার বাজার মূল্য ৩০ কোটি ৫৭ লাখ টাকা। আজ ডিএসইর লেনদেনের তালিকায় ৯ম স্থান দখল করেছে কোম্পানিটি।
বিনিয়োগকারীরা বলছেন, ইন্ট্রাকো বিনিয়োগকারীদের ভালো রিটার্ণ দেওয়ার জন্য সহযোগি পাঁচটি কোম্পানির সাথে একীভূত হয়েছে। এছাড়াও ৫০ কোটি টাকার বন্ড অনুমোদন পেয়েছে। যার দ্বাড়া কোম্পানিটির ব্যবসা অনেক বেশি সম্প্রসারিত হবে। ফলে কোম্পানিটি বিনিয়োগকারীদের ভালো রিটার্ণ দিতে পারবে। যার ফলে বোর্ড মিটিংকে কেন্দ্র করে কোম্পানিটির শেয়ারে আগ্রহ বেড়েছে। এতে করে উধ্বমূখী প্রবনতায় রয়েছে ইন্ট্রাকোর শেয়ারদর।
এরআগে বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে পাঁচ সহযোগী প্রতিষ্ঠানকে অধীগ্রহণ ও বন্ড আবেদনের সম্মতির জন্য ইজিএম আহবান করে। ইজিএমে বিনিয়োগকারীরা একীভুত ও বন্ডের আবেদনের জন্য সম্মতি প্রকাশ করেছে।
একীভূত করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আব্বাস অ্যান্ড ইলিয়াস এন্টারপ্রাইজ লিমিটেড, ইস্ট এন্ড অটোমোবাইলস লিমিটেড, এম হাই অ্যান্ড কোং সিএনজি রিফুয়েলিং স্টেশন লিমিটেড, গুড সিএনজি রিফুয়েলিং স্টেশন লিমিটেড এবং নেসা অ্যান্ড সন্স লিমিটেড।