নিজস্ব প্রতিবেদক: প্রতিবারের মতো এ বছরও ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ পালন করবে দেশের শেয়ারবাজার। আজ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মাল্টিপারপাস হলে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন করা হবে।
সোমবার (৩ অক্টোবর) থেকে ১৩ অক্টোবর পর্যন্ত পালন করা হবে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সেলিম উল্লাহ।
বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখনে বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।