নিজস্ব প্রতিবেদক: বাংলা অডিও গানের যুবরাজ খ্যাতিমান গায়ক আসিফ আকবরের ছেলে শাফকাত আসিফ রণ বিয়ে করেছেন। কনে ইসমত শেহরীন ঈশিতা। সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাবে তাদের বিয়ে হয়।
গত ২ অক্টোবর (রবিবার) আয়োজন করা হয় রণ-ঈশিতার হলুদ সন্ধ্যার। দুই পরিবারের সদস্য ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোবিজের অনেক তারকা।
রণ-ঈশিতার বাগদান সম্পন্ন হয় ২৪ সেপ্টেম্বর। গায়ক আসিফ তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ছেলের বাগদানের খবর জানান। সোমবার (৩ অক্টোবর) বিয়ের অনুষ্ঠানেও দেখা গেছে চলচ্চিত্র, সঙ্গীত ও শোবিজের অনেক জনপ্রিয় তারকাকে।
২৬ সেপ্টেম্বর (সোমবার) তার ফেসবুক স্ট্যাটাসে 'ওপ্রিয়া তুমি কেয়ার'-এ আসিফ লেখেন, তার বড় ছেলের আংটি ২৪ সেপ্টেম্বর তার মেয়ে ঈশিতার সঙ্গে বদল হয় গোপালগঞ্জের। তার ভবিষ্যত পুত্রবধূ শৈশব থেকেই ব্যক্তিগতভাবে পরিচিত ছিল।
তিনি এই সুসংবাদটিকে ২০০১ সালে সঙ্গীত জগতে তার সাফল্যের সাথে তুলনা করেছিলেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘শরতের উজ্জ্বল ত্বকে রৌদ্রোজ্জ্বল নীল আকাশে সাদা মেঘের ভেলায় ভেসে বেড়াচ্ছে আমার পরিবার। বড় ছেলের বিয়ের মাধ্যমে একটি চমৎকার, সুখী, ঘনিষ্ঠ পরিবারে মিশে যেতে পারাটা দারুণ ব্যাপার।