জানা গেছে, রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে পুজা মণ্ডপ পরিদর্শন করে ফেরার পথে শৌলমারী-রৌমারী সড়কের বড়াইকান্দি এলাকায় স্প্রিড ব্রেকারে অটোরিকশা নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশা চালকসহ অটোরিকশায় থাকা সাত জন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে থাকা সাব ইন্সপেক্টর আনছার আলী আহত হয়েছে।
আহতদের রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে অটোরিকশা চালক ফজলুল হক ও ফজল হককে দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।