নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সিটি ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা হোসনে আরা আজিজ ব্যাংকটির ৫ লাখ ৭৫ হাজার শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এই তথ্য জানা গিয়েছে।
ব্যাংকটির এই উদ্যোক্তার কাছে বর্তমানে ৫ লাখ ৭৯ হাজার ৪২৫টি শেয়ার রয়েছে, যা থেকে ঘোষণাকৃত শেয়ার চলতি বছরের ৩১ অক্টোবরের মধ্যে ডিএসইর মূল মার্কেটের মাধ্যমে বাজার দরে বিক্রি করা হবে।
১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংকের অনুমোদিত মূলধন দেড় হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ২০০ কোটি ৬১ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৪২ কোটি ৭৮ লাখ টাকা।
বর্তমানে ব্যাংকের মোট শেয়ার সংখ্যা ১২০ কোটি ৬ লাখ ৬ হাজার ৭৪৩। এর মধ্যে ৩২.৫৭ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৬.৩৪ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৪.৭৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৬.৩২ শতাংশ শেয়ার রয়েছে।