নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৭৩ প্রতিষ্ঠানের মধ্যে ১১৫টির দর বেড়েছে, ৮১টির দর কমেছে, ১৭৭টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস সোমবার এপেক্স ফুটওয়্যারের ক্লোজিং দর ছিল ২২৫ টাকা ৭০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৪৫ টাকা ৪০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৯ টাকা ৭০ পয়সা বা ৮.৭২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এপেক্স ফুটওয়্যার ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।