নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে কেনাকাটায় প্রতিদিনই বিভিন্ন প্রয়োজনে কোনো না কোনো মার্কেটে যেতে হয়। মার্কেটে গিয়ে দেখেন, দোকান বা শপিংমল বন্ধ। তখন খারাপ লাগবে, তাই বাইরে যাওয়ার আগে দেখে নিন বুধবার (৫ অক্টোবর) রাজধানীর কোনো কোনো এলাকার মার্কেট ও শপিংমল বন্ধ আছে কি না।
যেসব এলাকার শপিংমল বন্ধ থাকবে: বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহাজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু।