নিজস্ব প্রতিবেদক : টঙ্গী রেলগেট থেকে উত্তরা পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের একটি অংশ চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে।
উড়ালসড়কের এই রুটটি টঙ্গী থেকে ঢাকায় প্রবেশ করবে। এ অংশ চালুর পর টঙ্গী সেতুর দ্বিতীয় অংশের কাজ শুরু করবেন কর্মকর্তারা। তবে নিম্ন বেইলি ব্রিজ পথচারীদের জন্য উন্মুক্ত থাকবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
তিন মাস আগে এই ফ্লাইওভারের কাজ শেষ হয়েছে। তবে টঙ্গী সেতুর একপাশের কাজ শেষ না হওয়ায় পুরো সড়কটি চালু করা যাচ্ছে না। এমন অবস্থায় প্রবেশের পথ খুলে দিতে হবে।
এই রুটে বিআরটির মোট ছয়টি লেন রয়েছে। দুটি ইনবাউন্ড, দুটি আউটবাউন্ড এবং দুটি মিডল লেন বিআরটি পরিবহনের জন্য। বর্তমানে উভয়ের যাতায়াতের জন্য একটি রাস্তা তৈরি করা গেলেও ট্রাফিক বিভাগ ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠু করতে অনেক পরামর্শ দিয়েছে, যে কাজ এখন যান চলাচলের জন্য প্রস্তুত।
ঢাকা বিআরটি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম বলেন, “আমরা ট্রাফিক পুলিশের কাছ থেকে অনেক পরামর্শ পেয়েছি এবং যারা প্রকল্পের কাজ বা নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন তাদের কথা মাথায় রেখে আমরা সেগুলো বাস্তবায়ন করছি। এই সপ্তাহের মধ্যে রাস্তা খুলে দেওয়া হবে, আমরা প্রস্তুত, তবে নতুন কোনো নিরাপত্তা সমস্যা না হলে আমাদের দিক থেকে খুলে দিতে পারি।”